মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরে সড়কের পাশে গাছের সাথে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কা লেগে সুমন হোসেন (৪৭) নামের চালক নিহত হয়েছেন। নিহত সুমন হোসেনের বাড়ি ফরিদপুরের নগরকান্দি গ্রামে। আহত হয়েছেন গাড়ীর হেলপার শামীম হোসেন (২৭)। আহত শামীম হোসেনের বাড়ি ঝিনাইদহের ডাওরিয়া গ্রামে। গতকাল শুক্রবার ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক (যার নং-ঢাকা মেট্টো-ট-১২-১৬৭৪) সড়কের পাশে একটি গাছকে ধাক্কা দিলে নিহতের ঘটনা ঘটে। এ সময় গাড়ীর হেলপার শামীম হোসেনও মারাত্বকভাবে আহত হন। স্থানীয়রা জানান, এদিন ভোরে চুয়াডাঙ্গার দিক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক মেহেরপুর শহরের দিকে আসছিল। ট্রাকটি চালাচ্ছিলেন গাড়ীর হেলপার শামীম। এ সময় (প্রকৃত) ড্রাইভার সুমন ওই ট্রাকে ঘুমাচ্ছিলেন। ট্রাকটি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় মূল চালক সুমন হোসেনের। আহত হয় হেলপার শামীম। প্রত্যক্ষদর্শিরা জানান, ট্রাকটি হেলপার চালানোর কারণেই দূর্ঘটনা ঘটেছে। এদিকে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে গতকালই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। আহত হেলপার শামীমকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।